হোম > সারা দেশ > ঢাকা

কোকেন চোরাচালান: পেরুর এক নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভয়ংকর মাদক কোকেন চোরাচালানের দায়ে পেরুর এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। 

পেরুর ওই নাগরিকের নাম জেইমি বার্ডলেস গোমেজ। রায় ঘোষণার সময় তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আবার রায় ঘোষণার পর সাজা-পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয় তাঁকে। 

একই মামলায় দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয় তাঁদের। যদিও ওই দুজন পলাতক রয়েছেন। তাদের গোমেজের সহযোগী হিসেবে মামলায় উল্লেখ করা হয়।

আদালত রায়ে বলেছেন, আসামির হাজতবাস মোট সাজা থেকে বাদ যাবে। আবার আসামি ইচ্ছা করলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। 

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর দুই কেজি ৩০০ গ্রাম কোকেনসহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোমেজকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। 

একই বছরের ১৫ ডিসেম্বর গোমেজসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোফাজ্জল হোসেন। ২০১৬ সালের ৭ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন ১০ জন সাক্ষীর মধ্যে আটজন বিভিন্ন সময়ে সাক্ষ্য দেন। 

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন