হোম > সারা দেশ > ঢাকা

সমতার সমাজ গড়ার প্রত্যয়ে নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীর প্রতি সব বৈষম্যমূলক আইন দূর করা এবং সমতার সমাজ গড়ার প্রত্যয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হন নারীরা। 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে শাহবাগ থেকে মশাল মিছিল নিয়ে পদযাত্রাটি জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়। 

পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তাঁদের দাবিগুলো তুলে ধরেন। তাঁরা বলেন, নারীর অধিকার ও নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তুলে ধরা হয় ধর্ষণের সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবি। 

আয়োজকেরা জানান, শিক্ষার্থী-জনতার রক্তস্নাত আন্দোলনের পর দীর্ঘ ১৫ বছরের স্বৈরতান্ত্রিক সরকারের পতন হয়েছে। কিন্তু দেশে এখনো পিতৃতান্ত্রিক এবং নিপীড়নমূলক ক্ষমতা কাঠামো রয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই সংস্কৃতি পরিবর্তনের দাবি তাঁদের। সেই দাবি জানাতেই ২০২০ সালের ধর্ষণবিরোধী আন্দোলন থেকে শুরু হওয়া শেকল ভাঙার পদযাত্রা চতুর্থতম বারের মতো রাজপথে নামে। 

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। এ ছাড়া হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন নির্যাতনবিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করার দাবিও জানান তাঁরা।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল