Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সমতার সমাজ গড়ার প্রত্যয়ে নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমতার সমাজ গড়ার প্রত্যয়ে নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’

নারীর প্রতি সব বৈষম্যমূলক আইন দূর করা এবং সমতার সমাজ গড়ার প্রত্যয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হন নারীরা। 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে শাহবাগ থেকে মশাল মিছিল নিয়ে পদযাত্রাটি জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়। 

পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তাঁদের দাবিগুলো তুলে ধরেন। তাঁরা বলেন, নারীর অধিকার ও নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তুলে ধরা হয় ধর্ষণের সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবি। 

আয়োজকেরা জানান, শিক্ষার্থী-জনতার রক্তস্নাত আন্দোলনের পর দীর্ঘ ১৫ বছরের স্বৈরতান্ত্রিক সরকারের পতন হয়েছে। কিন্তু দেশে এখনো পিতৃতান্ত্রিক এবং নিপীড়নমূলক ক্ষমতা কাঠামো রয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই সংস্কৃতি পরিবর্তনের দাবি তাঁদের। সেই দাবি জানাতেই ২০২০ সালের ধর্ষণবিরোধী আন্দোলন থেকে শুরু হওয়া শেকল ভাঙার পদযাত্রা চতুর্থতম বারের মতো রাজপথে নামে। 

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। এ ছাড়া হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন নির্যাতনবিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করার দাবিও জানান তাঁরা।

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন