হোম > সারা দেশ > নরসিংদী

কোটি টাকার লটকনের হাট

হারুনূর রশিদ, রায়পুরা (নরসিংদী) 

শত শত ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের ওপর। এতে সৃষ্টি হয়েছে যানজট। দেখেশুনে ধীরে ধীরে পার হচ্ছে যানবাহন। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল সমতা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ চিত্র এখন প্রতিদিনের।

মূলত বর্ষার আগে-পরে মিলিয়ে তিন মাস; জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়টা লটকন ওঠার মৌসুম। আর ভ্যান ও রিকশাযোগে লটকন আনা হচ্ছে মরজাল সমতা বাজার এলাকায় বসা পাইকারি হাটে।

এ তিন মাস বাজার ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয় বাজার। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতা জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত এ হাটে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার লটকন কেনাবেচা হয়।

বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত পাইকার আসেন এ হাটে। তাঁরা দেখেশুনে পছন্দমতো লটকন কিনে চলে যান। চলতি বছর ফলন ও দামেও খুশি তাঁরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, নরসিংদীর রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় চলতি মৌসুমে ২ হাজার হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার টন। এখন পর্যন্ত ভালো ফলন ও দামে খুশি চাষিরা।

গতকাল সকালে গিয়ে দেখা যায়, মহাসড়কে তীব্র যানজট। ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখর হাট। ক্রেতারা দরদাম হাঁকছেন। 
ক্রেতা-বিক্রেতারা জানান, হাটে আকারভেদে প্রতি মণ লটকন ৩ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এখানকার লটকন সুস্বাদু হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে।

গিলাবের গ্রামের চাষি দুলাল মিয়া বলেন, শুরুতে লটকন প্রতি কেজি ১২০-১৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ৯০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

কুমিল্লার দাউদকান্দি থেকে আসা পাইকার গৌতম বলেন, ‘আমি প্রতিদিন লটকন কেনার জন্য আসি। আমার মতো অনেকে আসেন। কিনে নিয়ে এলাকার বিভিন্ন বাজারে বিক্রি করি। আজ গড়ে ১০০ টাকা কেজি দরে কিনেছি।’

মরজাল সমতা বাজার পরিচালনা কমিটির সভাপতি জহিরুল হক খান দুলাল বলেন, ৪০ বছর ধরে চলা এ হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারেরা আসেন। ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত জমজমাট থাকে। এ হাট তিন মাস পর্যন্ত থাকে। হাটে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার লটকন বিক্রি হয়।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন