হোম > সারা দেশ > ঢাকা

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান ও আনিসুল ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুমোদনহীন বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে রাখার অভিযোগে করা কোতোয়ালি থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। 

সকাল ৭টায় আওয়ামী লীগের প্রভাবশালী এ দুই নেতাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. রাশিদুল হাসান দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো ও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। 

আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানার এসআই সজীব মিয়া বাদী হয়ে এ মামলা করেন। 

এজাহারে বাদী উল্লেখ করেন, ১৩ আগস্ট সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে জানতে পারেন, নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামি আনিসুল হক ও সালমান এফ রহমান সদরঘাট ২ নম্বর মসজিদসংলগ্ন স্থানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে লেনদেন করছেন। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসারদের সহায়তায়তাঁদের  হাতেনাতে আটক করেন। পরে তাঁরা নিজেদের নাম-ঠিকানা জানান। 

আটকের পর আসামি আনিসুল হকের কাছে থাকা ব্যাগে রক্ষিত ১৭ হাজার ৫৯২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুরি ডলার এবং সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ ইউএস ডলার, ৬২০ ফ্রান্সের মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের সাড়ে ৮ হাজার মুদ্রা, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরি ডলার, ১৫০ পাউন্ড ও ১৩৩২ ইউরো এবং বাংলাদেশি ৫০ হাজার টাকা জব্দ করা হয়। আটকের পর তাঁদের জিজ্ঞাসাবাদে বৈদেশিক মুদ্রা দখলে রাখার বৈধ কোনো কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি। 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর সালমান এফ রহমান ও আনিসুল হককে গত ১৩ আগস্ট রাতে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করে পুলিশ। পরে তাঁদের গত ১৪ আগস্ট নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর ২৪ আগস্ট লালবাগ থানায় দায়ের করা শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। একই দিনে নিউমার্কেট থানায় দায়ের করা সবুজ আলী হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ২৯ আগস্ট বাড্ডা থানায় দায়ের করা সুমন সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রত্যেককে আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

আজ দোহার থানার একটি হত্যাচেষ্টা মামলা ও তাঁদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন, তবে রিমান্ড শুনানির তারিখ পরে ধার্য করা হবে বলে জানান। এ পর্যন্ত উভয়কে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন