Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পাংশায় ইউপি সদস্য প্রার্থীকে গুলি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি। 

পাংশায় ইউপি সদস্য প্রার্থীকে গুলি

রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তালাত মাহমুদ শাহিন নামের এক ইউপি সদস্য প্রার্থীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইউপি সদস্য প্রার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অভিযোগ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছে। 

মো. তালাত মাহমুদ শাহিন সরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বহলাডাঙ্গা গ্রামের বিশ্বাসপাড়া গ্রামের মো. মকিম বিশ্বাসের ছেলে। গুলিবিদ্ধ শাহিন সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক মোরগ। 

গুলিবিদ্ধ শাহিন বলেন, আমার নিজ বাড়িতে নির্বাচনী ঘরোয়া মিটিং শেষ করে আমার চাচাকে বাড়ি এগিয়ে দিতে যাওয়ার সময় আমাদের বাড়ির সংলগ্ন মসজিদ পর্যন্ত যাই। এমন সময় আমাকে এবং আমার চাচাকে ৮ থেকে ১০ জন ঘিরে ধরে এবং বহলাডাঙ্গা গ্রামের মোস্তজার ছেলে রাসেল আমার মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। এমন সময় আমি পালানোর জন্য দৌড় দিলে আমার চোখের কোনা ঘেঁষে গুলি বেড়িয়ে যায়। 

ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ফরিদ বন্দুক নিয়ে আমার ভাতিজাকে গুলি করে। এ সময় ফরিদের সঙ্গে আজিজুল, ফারুক, সোহেল, রাসেল ও আজিজসহ ১০ জন লোক ছিল। আমার ভাতিজা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার পর ফাঁকা আরও দুটি গুলি করে চলে যায়। পরে আমার ভাতিজাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। 

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার পাল বলেন, শাহিন সোমবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আসে। আমরা প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠাই। 

ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমার কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তাঁর মেম্বার প্রার্থীর মধ্য দ্বন্দ্ব থাকতে পারে। 

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। 

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি