হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযান

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেশ কয়েকটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের একটি টিম আজ মঙ্গলবার সকাল থেকে এই অভিযান চালায়।

দুদক সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেলের অনিয়ম নিয়ে দুদকে বেশ কিছু অভিযোগ আসে। এর মধ্যে উল্লেখযোগ্য আউট সোর্সিং—এ নিয়োগ দেওয়ার কথা বলে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা করে ঘুষ নেওয়া, যার মূল হোতা বিরাজ উদ্দিন হোসেন নামের হাসপাতালের এক ওয়ার্ড মাস্টার। হাসপাতালে ট্রলি বাণিজ্য, বেসরকারি ক্লিনিকে টেস্ট বাণিজ্য, ময়নাতদন্তে লাশ ছাড়তে টাকা নেওয়া, সঠিক মানের খাবার পরিবেশন না করাসহ বেশ কয়েকটি অভিযোগ আমলে নিয়ে এর আগে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। এ ধারাবাহিকতায় আজ অভিযান চালানো হয়।

দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, ‘আমরা উল্লেখিত অভিযোগের সত্যতা পেয়েছি। হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সেবা দেওয়ার মান অসন্তোষজনক। এখানে বিনা বেতনে ৯০ জন স্টাফ আছে, যারা রোগীদের জিম্মি করে অর্থ আদায় করে।’

জাকির হোসেন আরও বলেন, ‘আউটসোর্সিংয়ে নিয়োগে অর্থ লেনদেনের সত্যতা মিলেছে। অভিযানের প্রতিবেদন আমরা কমিশনে জমা দেব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চালানো হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য