হোম > সারা দেশ > ঢাকা

মধ্যরাতে মাওয়া থেকে ফেরার পথে মোটরসাইকেল থেকে ছিটকে নিহত ১

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পোস্তগোলা ব্রিজের ওপর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম ফরহাদুল ইসলাম শিহাব (২৩)। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু সৌরভ (২৩)। তাঁরা মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। 

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর শিহাব ও সৌরভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। 

শিহাবের বাবা আব্দুস সাত্তার বলেন, তাঁদের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানা এলাকায়। বর্তমানে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী কাজলারপাড়া এলাকায় থাকত। শিহাব ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। 

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে দুই বন্ধু সৌরভ ও শিহাব মোটরসাইকেল নিয়ে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন। মধ্যরাতে সেখান থেকেই বাসায় ফিরছিলেন তাঁরা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সৌরভ। পোস্তগোলা ব্রিজের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন দুপাশে ছিটকে পড়েন। তখন যেকোনো একটি বাসের চাকায় পিষ্ট হন শিহাব। খবর পেয়ে তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। 

এসআই সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত সৌরভ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। তাঁর বাসাও যাত্রাবাড়ী এলাকায়।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন