Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ গৃহবধূ দগ্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ গৃহবধূ দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোছা. আইরিন (৩২) ও মোছা. জান্নাত (২৪) নামের দুজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।

দগ্ধ দুজনকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ গৃহবধূ আইরিনের স্বামী রুবেল বলেন, সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার রাতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে রান্নাঘরে থাকা তাঁর স্ত্রীসহ প্রতিবেশী গৃহবধূ জান্নাতও দগ্ধ হন। দ্রুত তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে আসা দুই নারীর চিকিৎসা চলছে। তাঁদের ড্রেসিং সম্পন্ন হলে দগ্ধ হওয়ার পরিমাণ জানা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে আমরা এ ঘটনা শুনেছি। ঘটনাস্থলের কাছাকাছি ডেমরা ফায়ার সার্ভিস থাকায় খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়।’

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে