হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিএনপির কেউ বাড়িতে থাকতে পারে না: তৃণমূল বিএনপি নেতা তৈমুর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘বিএনপির সবাই গাড়ি পোড়ায় না। এখন যারা বিএনপি করে, কেউই বাড়িতে থাকতে পারে না। আমি শুনেছি, রূপগঞ্জের এমপি সাহেব যেই লিস্ট দেন প্রশাসনকে, তারা কেউ বাড়িতে থাকতে পারে না। আমি প্রশাসনকে অনুরোধ করব, যারা আগুন দেয় না, তাদের বাড়িতে থাকতে দিন। গণগ্রেপ্তার করলে অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা তৈরি হবে।’

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার করবেন। 

তৈমুর আলম খন্দকার গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি সারা জীবন প্রভাবশালীদের বিরুদ্ধে লড়াই করেছি, এখনো করব। আমি মজলুমদের রাজনীতি করি। প্রভাবশালীরা সব সময় মজলুমদের নির্যাতন করে। রূপগঞ্জে আজ আওয়ামী লীগের লোকজনও বাসায় থাকতে পারে না। তাদের জায়গা-জমি দখল হয়ে গেছে। কতিপয় পিএসরা এগুলো করে। আমি আমার জীবনে পিএস রাখিনি।’ 

নির্বাচিত হলে পঞ্চায়েতভিত্তিক সমাজ করবেন জানিয়ে বলেন, ‘আমি নির্বাচিত হলে পঞ্চায়েত গঠন করে দেব, তারাই এলাকা পরিচালনা করবে। আমাদের সবাইকে মিলে এই দেশটা রক্ষা করতে হবে।

‘প্রধানমন্ত্রী এবার কমিটমেন্ট দিয়েছেন তিনি নির্বাচন সুষ্ঠু করবেন। সে প্রতিশ্রুতি রক্ষা করবে বিশ্বাস করি। প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে যেই সংকট তৈরি হবে তার ভুক্তভোগী হবে প্রধানমন্ত্রী নিজে।’ 

একাধিক আসনে নির্বাচন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তৈমুর বলেন, ‘একটি দলের মহাসচিব একাধিক আসনে নির্বাচন করতেই পারে। তবে দল ও জোটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের যে জোট হচ্ছে, সে জোটের মুখপাত্র আমি। সরকারের সঙ্গে কোনো জোট নয়, তাদের সঙ্গে ভোটে লড়াই হবে।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা