হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অপহরণের পর কিশোরী ধর্ষণের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মানিক মিয়াকে ১৮ বছর পর (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। 

আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। মানিক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা।   

র‍্যাব জানায়, ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে মো. মানিক মিয়া ও তাঁর সহযোগী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে। ঘটনার পর একই বছরের ১৬ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরী নিজেই বাদী হয়ে মানিক মিয়াকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে আসামি মানিক মিয়ার পলাতক ছিলেন।

র‍্যাব আরও জানায়, আসামি মানিক মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর সিনিয়র জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার মানিক মিয়াকে যাবজ্জীবন সাজা দেন। রায়ে তাঁকে সশ্রম যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা ও স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহের নেতৃত্বে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। 

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি মানিক মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা