Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারী পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারী পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে এক নারী পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। স্থানীয়দের ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী মরদেহ খাটের ওপর রেখে ঘরের দরজায় তালাবদ্ধ করে পালিয়ে যান। 

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জনৈক বৃষ্টি আক্তারের বাড়ি থেকে ওই নারী শ্রমিকের মরদের উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। 

নিহত নারী শ্রমিক রিপা আক্তার (২৬) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কানিয়াকান্দি গ্ৰামের মনির হোসেনের স্ত্রী। তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জনৈক বৃষ্টি আক্তারের বাড়ি ভাড়া নিয়ে স্থানীয় গোল্ডেন কারখানার অপারেটর পদে চাকরি করতেন। 

পাশের কক্ষের ভাড়াটিয়া জেসমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (বুধবার) সকালে স্বামী-স্ত্রী দুজনকে একসঙ্গে দেখে আমি কারখানায় চলে যাই। দুপুরে ফোন করলে রিপার ফোন বন্ধ পাই। এরপর রাত সাড়ে ৮টার দিকে আমি বাসায় ফিরে দেখি ঘরের সামনে জুতা নেই। বাইরে থেকে ঘর তালাবদ্ধ। এরপর দরজার নিচ দিয়ে লাশ দেখতে পাই। তারপর চিৎকার করে ডাকাডাকি শুরু করি।’ 

তিনি আরও বলেন, ‘পুলিশকে ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমার ধারণা রিপাকে তার স্বামী হত্যা করে মরদেহ রেখে বাইর থেকে দরজা বন্ধ করে পালিয়ে গেছে।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে রাতেই তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

নিহতের স্বজনেরা এখনো এসে পৌঁছাননি। তাঁরা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই

মেয়র ঘোষণার গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত