হোম > সারা দেশ > গাজীপুর

বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানের ঠাঁই হলো সাফারি পার্কে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান হস্তান্তর করেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

বন‍্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঢাকার কাজলা ব্রিজে অভিযান চালিয়ে ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার করেছেন। উদ্ধার করা হনুমান সাফারি পার্ক গাজীপুরে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সাফারি পার্ক গাজীপুরে উদ্ধার হওয়া ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান হস্তান্তর করেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান বুঝিয়ে দিয়েছেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। মুখপোড়া হনুমানগুলো পার্কের বিশেষ বেষ্টনীতে রাখা হবে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোররাতে ঢাকার কাজলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ সময় দুজনকে আটক করা হয়। অভিযুক্তরা হনুমানগুলো চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তারের তত্ত্বাবধানে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানগুলো সাফারি পার্ক গাজীপুরে হস্তান্তর করা হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য