Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ নেতাসহ ২ জনকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ছাত্রলীগ নেতাসহ ২ জনকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তীর্থ চৌধুরীসহ (২১) দুজনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।

আটক তীর্থ চৌধুরী উপজেলার বলড়া ইউনিয়নের কুইস্তরা গ্রামের তুহিন চৌধুরীর ছেলে। আটক অপরজন অনিক আহমেদের (২০) বাড়ি যাত্রাপুর গ্রামে। তবে অনিকের রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ছাত্রদল নেতারা তাঁকে ছাত্রলীগের কর্মী দাবি করলেও অনিককে ছাত্রদলের প্রোগ্রামে উপস্থিত থাকতে দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে।

সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের সাবেক ছাত্রদল সভাপতি সজল আহমেদ জয় জানান, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই নেতা কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। সাধারণ শিক্ষার্থীরা তাঁদের গণধোলাই দেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীনুর রশিদ বলেন, ‘আমি ক্লাস নিচ্ছিলাম। এ সময় হট্টগোলের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসি। সেখানে অনেক শিক্ষার্থীসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উপস্থিতি দেখতে পাই। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বলেন, ‘কলেজের অধ্যক্ষ আমাদের কাছে হট্টগোলের বিষয়টি জানানোর পর আমরা পুলিশ পাঠাই। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের

বুয়েটে প্রথমবারের মতো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

ভুয়া চিকিৎসা সনদে পেশাদার লাইসেন্স