নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া মরিয়ম টেক্সটাইলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রাফি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।
বেলা ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাপণ কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।