Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামি অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেলকে আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মীর আমিনুল ইসলাম সোহেলসহ অন্য আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে দা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ ছাত্র-জনতার মিছিলে হামলা চালায়।  এতে মো. সুজন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে, ৯ সেপ্টেম্বর মো. সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে