হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় সরকারি কর্মকর্তা নিহত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় মো. মজিবর রহমান (৫২) নামের এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মজিবর রহমান মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার টেঘুরী গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি গোয়ালন্দ উপজেলার সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। তাঁর ৫ বছরের এক ছেলে ও দেড় বছরের এক মেয়ে আছে। 

প্রত্যক্ষদর্শী ফরিদুজ্জামান জানান, নিহত সরকারি কর্মকর্তা একাই মোটরসাইকেল চালিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে যাচ্ছিলেন। তিনি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডের সামনে একটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পর ট্রাকের মালিকপক্ষ ও নিহতের পক্ষ থেকে আমাদের কাছে এসেছেন। এরপর পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

ওসি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও তাঁকে আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭