Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

১১ ঘণ্টা মেট্রোরেল বন্ধ: তদন্তে ৭ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১১ ঘণ্টা মেট্রোরেল বন্ধ: তদন্তে ৭ সদস্যের কমিটি

কারিগরি ত্রুটিতে গতকাল বুধবার প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকার ঘটনা তদন্ত করতে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিল)। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। গতকাল রাতেই ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল বাকী মিয়াকে আহ্বায়ক ও ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমানকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠান এনকেডিএমের দুজন প্রকৌশলীকে এই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। এতে ভায়াডাক্ট দেবে গিয়ে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে যায়। এই ত্রুটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। 
 
এ দিন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বুধবার সকালে সাংবাদিকদের বলেন, ‘ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেসওয়েতে দেখা যাচ্ছে। আমরা বিষয়টি আইডেনটিফাই করতে পেরেছি। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।’ 

পরে ত্রুটি সারিয়ে বুধবার রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা-উত্তর ও মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর