হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর হাজারীবাগে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে সিএনজিচালক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের এক সিএনজি অটোচালক নিহত হয়েছেন। তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ বারইখালী ডেন্টাল রোডে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘ডেন্টাল রোডে একটি গ্যারেজে কাজ করি। রাতে সেখানেই কাজ করছিলাম। এ সময় চিৎকার শুনে রাস্তায় বের হয়ে দেখি, এক সিএনজি অটোচালক ছিনতাইকারীর কবলে পড়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘চারজন ছিনতাইকারী তাঁর সঙ্গে ধস্তাধস্তি করছিল। একপর্যায়ে একজন সিএনজি অটোচালকের বুকে ছুরিকাঘাত করে। আমরা দৌড়ে গেলে চারজনই পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’ 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে জানান, হাজারীবাগ থেকে ওই যুবককে পথচারীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, ওই যুবক সিএনজি অটোরিকশার চালক ছিলেন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন