হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে পুকুর থেকে অবসরপ্রাপ্ত প্রকৌশলীর লাশ উদ্ধার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান পুকুর থেকে ফয়েজ মাহমুদ ফিরোজ (৫৮) নামে অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার শহরের মধ্য কোর্টগাঁও কাজী কমর উদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

তিনি ওই এলাকার মৃত আহসানুল আলমের ছেলে এবং ইস্টার্ন টিউবস লিমিটেডের সাবেক নির্বাহী প্রকৌশলী ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়েজ মাহমুদ ফিরোজ গত বৃহস্পতিবার আসরের নামাজের পর বাড়ি থেকে বের হন তিনি। পরে তার কোনো খোঁজ ছিল না। তিনি খুব নিরিবিলি ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। উচ্চ মাত্রার মাইগ্রেন থাকার কারণে ঘুমের ওষুধ সেবন করতেন। বৃহস্পতিবার তিনি অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করায় অচেতন অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় স্থানীয়রা মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।’ 

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, তিনি প্রায় সময়ই অস্বাভাবিক অবস্থায় থাকত। তার পকেটে ঘুমের ওষুধসহ কিছু জিনিসপত্র পাওয়া গেছে। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭