গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে মিকাইল ইসলাম নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশু কুরপালা গ্রামের ইস্রাফিল শেখের ছেলে।
শিশুটির চাচা আলামিন শেখ জানান, শিশু মিকাইল পরিবারের সদস্যদের অগচরে বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে শিশুটিকে না পেয়ে পুকুরে তল্লাশি চালায় পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।