নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার ‘ডেথ রেফারেন্স’ হাইকোর্টে এসেছে। আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলার সব নথি এসেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান।
ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠাতে হয়।
এর আগে গত ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।