এয়ারলাইনস কোম্পানি কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ তুলেছেন সোহেল রানা নামে এক যাত্রী। আজ শনিবার ভুক্তভোগী ফেসবুক পোস্টে এই অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগী সোহেল রানা জানিয়েছেন, তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক হর্টিকালচার মেলায় আমন্ত্রিত ছিলেন। নেদারল্যান্ডসে যাওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে জিও এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলওআই দেওয়া হয়েছে তাঁকে। নিজে ভিসার জন্য আবেদন করে শেনজেন ভিসা পান। গত বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকা থেকে কাতার এয়ারওয়েজে নেদারল্যান্ডসে যাওয়ার কথা ছিল। সব নিয়ম মেনে ইমিগ্রেশন সম্পন্ন করে ফ্লাইটে উঠতে গেলে তাঁর পাসপোর্ট দেখে ভিসা জালিয়াতির অভিযোগ করে কাতার এয়ারওয়েজ। এ সময় শত শত যাত্রীর সামনে তাঁর সঙ্গে খারাপ আচরণও করা হয়। পরে ইমিগ্রেশন কর্মকর্তা এসে ভিসা ঠিক আছে বলে জানালেও তাঁকে আর উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে কাতার এয়ারওয়েজের ঢাকা অফিসের নম্বরে (০৯৬১০৮০০৮০০) ফোন দিলে শুক্র ও শনিবার অফিস বন্ধ থাকার কথা জানানো হয়। ফলে সোহেল রানার অভিযোগের বিষয়ে কাতার এয়ারওয়েজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।