টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জে দুটি অটোরিকশার ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় দুই গাড়িচালককে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—মাহবুব হোসেন ও তুষার নামের দুই অটোরিকশাচালক। তাদের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলায়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশার ধাক্কায় হাবিবা বেগমের কোল থেকে ছিটকে পড়ে শিশু হুমাইরা গুরুতর আহত হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোরিকশাটি আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অটোরিকশার মালিক রাজা মিয়া। গাড়ি চালক দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই স্থানে রাস্তার পাশে শিশু হুমাইরাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন মা হাবিবা বেগম। এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশার ধাক্কায় হাবিবা বেগমের কোল থেকে ছিটকে পড়ে শিশু হুমাইরা গুরুতর আহত হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।