প্রবাস ফেরত ছেলে মো. সোহেল মিয়া (২৪)। তাঁর আশঙ্কা ছিল, কৃষক বাবা নিবু মিয়া (৬৫) পারিবারিক প্রয়োজনে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে দেবেন। এতে তিনি ভবিষ্যতে অর্থ সংকটে পড়বেন। এমন ধারণা থেকেই কসাই দিয়ে বাবাকে গলা কেটে হত্যার পরিকল্পনা করেন তিনি।
কিশোরগঞ্জের বাজিতপুরে সেচের ড্রেন থেকে কৃষক নিবু মিয়ার গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে এমন তথ্য পেয়েছে পুলিশ।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সোহেল ও তাঁর তিন সহযোগী মো. বাবুল মিয়া (৩২), মো. সুমন মিয়া (২৬) ও কসাই মো. নজরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাজিতপুর উপজেলার দক্ষিণ পিরোজপুর বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁদের মধ্যে মো. বাবুল মিয়া গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি বাজিতপুর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো. রহিম উদ্দিনের ছেলে।
গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন হত্যাকাণ্ডের শিকার নিবু মিয়ার ছেলে মো. সোহেল মিয়া, সুলতানপুর বরকান্দা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. নজরুল ইসলাম এবং পাশের ডুয়াইগাঁও গ্রামের মো. ফালু মিয়ার ছেলে মো. সুমন মিয়া। অন্যদিকে নিহত কৃষক নিবু মিয়া সুলতানপুর গ্রামের মৃত সুন্দর আলী মুনশির ছেলে।
আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঞ্চল্যকর কৃষক নিবু মিয়া হত্যাকাণ্ড নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মহাজন হাছান চৌধুরী (বিপিএম-সেবা)।
পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের শিকার নিবু মিয়ার চার ছেলে ও দুই মেয়ে। সোহেল মিয়া সবার ছোট। বছর দেড়েক আগে নিবু মিয়া ৬ লাখ টাকা খরচ করে সোহেলকে মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠায়। তখন নিবু মিয়া ২১ লাখ টাকার জমি বিক্রি করেন। কিন্তু তিন মাস পরই সোহেল দেশে ফিরে আসে। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সোহেলের কলহ তৈরি হয়। এ রকম পরিস্থিতিতে তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর এনজিও থেকে ঋণ নিয়ে সোহেলকে একটি অটোরিকশা কিনে দেওয়া হয়। কিন্তু সোহেলের এতে মন বসতো না। সে আড্ডাবাজি করে দিন কাটাত।
পুলিশ সুপার আরও জানান, টাকার জন্য সোহেল তার বাবা নিবু মিয়াকে চাপ দিত। এ নিয়ে পারিবারিক কলহ আরও বাড়তে থাকে। সম্প্রতি জমি বিক্রির এক লাখ টাকা নিবু মিয়া পান। এই টাকা থেকে সোহেল টাকা চাইলেও নিবু মিয়া তাঁকে টাকা দেননি। ভবিষ্যতে নিবু মিয়া বাকি জমিও বিক্রি করে দিলে সে টাকা পাবে না—এ রকম আশঙ্কা পেয়ে বসে সোহেলকে। এসব ভেবে সে ক্ষিপ্ত হয়। সে বাবাকে হত্যা করে সহায়-সম্পত্তির ভাগ নেওয়ার পরিকল্পনা করে।
তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী সোহেল তাঁর আড্ডার সাথি ইলেকট্রিশিয়ান বাবুল মিয়া, রাজমিস্ত্রি সুমন মিয়া ও কসাই নজরুল ইসলামের সহায়তায় হত্যার পরিকল্পনা করে। এরপর তাঁরা গত ১৯ অক্টোবর সন্ধ্যায় নিবু মিয়াকে পাশের তেলিবাড়ী বন্দে ডেকে নিয়ে যায়। সেখানে নিবু মিয়ার মুখ গামছা দিয়ে বেঁধে সোহেল মাথা, বাবুল মিয়া পা ও সুমন মিয়া হাত ধরে রাখে এবং কসাই নজরুল ইসলাম গলায় ছুরি চালায়।
এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিবু মিয়ার ক্ষতবিক্ষত লাশ তাঁরা ধানখেতের কোনায় বিএডিসি সেচ প্রকল্প হাউসের ড্রেনে ফেলে রেখে যায়। হত্যার পর নিবু মিয়ার কাছে থাকা ৭০ হাজার টাকা চারজন ভাগ বাঁটোয়ারা করে নিয়ে যায়।
পরদিন ২০ অক্টোবর সকালে কৃষক নিবু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেজো ছেলে আব্দুর রহমান হৃদয় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভাগলপুর তদন্ত কেন্দ্রের এসআই বিএম তমিকুল ইসলামের তদন্তে এ হত্যাকাণ্ডের জট খুলে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আল আমিন হোসাইন এবং বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ও বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন উপস্থিত ছিলেন।