হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতিকে মারধরের ঘটনায় থানায় মামলা

ঢাবি প্রতিনিধি

রাজধানীর বঙ্গবাজারে ইসলামিয়া মার্কেটে গত ৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভূঁইয়াকে মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইমুম ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

মারধরের ঘটনায় আসামি করা হয়েছে শাহবাগ থানা বিএনপি নেতা ও ২০ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক মাসুদ ইউসুফ ও ব্যবসায়ী আবুল হোসেন টাবু। 

মামলার এজাহারে সাদি উল্লখ করেন, ইসলামীয়া সুপার মার্কেটে কেনাকাটার জন্য যাই। মার্কেটের মালিকের ছেলে সৈয়দ আসিফুল ইসলাম সজলের সঙ্গে আমাদের পূর্ব পরিচিত থাকায় আমরা মার্কেটের ৪র্থ তলায় তার অফিসে যাই। এ সময় হাতে লাঠি সোঁটা, রড, জিআই পাইপ, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে আসামিরা সেখানে যায় এবং আমাদের পরিচয় জানতে চায়। তখন আমরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে উক্ত আসামিরা আমাদের মাথায় ইট এবং বাঁশ দিয়ে আঘাত করে। তখন লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর তাদের হাতে থাকা অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম কর। 

এজাহারে আরও উল্লেখ করা হয়, সাদি ও জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ হাসানের কাছে থাকা মোবাইল, নগদ টাকা, আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। 

এসআই সাইমুম ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের ধরতে অভিযান চালানো হয়েছে। তাদের অবস্থান করার সম্ভাব্য জায়গায় অভিযান চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল