Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

রাজধানীতে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
রাজধানীতে ছিন্নমূল মানুষের মধ্যে আনসার বাহিনীর শীতবস্ত্র বিতরণ। ছবি: সংগৃহীত

রাজধানীতে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আনসার বাহিনী। কনকনে শীত থেকে মানুষকে বাঁচাতে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

আশিকুজ্জামান বলেন, দেশে চলমান শীত ও কুয়াশায় রাজধানীর দরিদ্র ও গৃহহীন মানুষ কষ্টে সময় পার করছে। উষ্ণতার অভাব তাদের দৈনন্দিন জীবনে দুর্ভোগের মাত্রা প্রতিমুহূর্তে বাড়াচ্ছে। এ অবস্থায় ছিন্নমূল এসব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার মানবিক উদ্যোগ নেওয়া হয়।

আশিকুজ্জামান আরও বলেন, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজধানীর মালিবাগ রেলগেট, খিলগাঁও রেলগেট, শাহজাহানপুর, রাজারবাগসহ বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। এই কার্যক্রম শুক্রবারও চলবে।

গত মাসে বাহিনীর মহাপরিচালক তেঁতুলিয়ায় শীতার্ত জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এ কার্যক্রম সারা দেশে শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাজধানীতে শীতে কষ্টে থাকা মানুষদের খুঁজে বের করে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে।

আশিকুজ্জামান জানান, রেললাইন-সংলগ্ন বসবাসকারী গৃহহীন মানুষ, রিকশাচালক, দিনমজুর ও অন্যান্য দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শুধু রাজধানী নয়, বিভিন্ন জেলা ও উপজেলার প্রান্তিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলছে।

সমুদ্রে খাঁচায় কৃত্রিম খাদ্যে ভেটকি চাষ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন