মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আব্দুর রাজ্জাক রাজা ঢাকায় আত্মগোপনে ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় গত ১৮ জুলাই ও ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা ও জেলা বিএনপির কার্যালয় পোড়ানোর তিনটি মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, রাজাকে গ্রেপ্তারের পর মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।