হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বনানীর ১৭ নম্বর সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, জুতা, পরিচয়পত্র, তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আজ বুধবার রাতে গ্রেপ্তারে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।

গ্রেপ্তারদের মধ্যে দুই সেনা সদস্যকে বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজন হলেন—শেরপুরের শ্রীবরদি উপজেলার মৃত রুস্তম আলী শেখের ছেলে সালাম শেখ (৩৬) ও গাজীপুরের কালীগঞ্জের প্যাট্টিক পরিমল রোজারিওর ছেলে সাইবেল জন সাভার রোজারিও (৫৫)। তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, জুতা, পরিচয়পত্র, তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

ওসি বলেন, গতকাল মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতি করার জন্য একটি দল বনানী ১৭ নম্বর সড়ক এলাকায় প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বনানী থানার টহল দল তাঁদের গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সেনা সদস্যসহ তিনজন পালিয়ে যায়। গ্রেপ্তার দুই সেনা সদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নামসর্বস্ব প্রতিষ্ঠানের সাংবাদিক রয়েছেন। তাঁর কাছে ক্যামেরা ও সাংবাদিক পরিচয়পত্র পাওয়া গেছে। তাঁদের দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তল্লাশি করে। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আরও কয়েকজন পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আটক দুই সেনা সদস্যকে সেনা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

শাহজালালে ফের বোমা আতঙ্ক, হোয়াটসঅ্যাপে বার্তা

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত

সাবেক মন্ত্রী তাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর কারাগারে

ঢাবি শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের গাড়ি ভাঙচুর, গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ

সেকশন