জবি প্রতিনিধি
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। পরবর্তীতে সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হয় সাত কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হতে।
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী তুহিন আজকের পত্রিকাকে বলেন, গতকালকে ডিএমআরসির নেতৃত্ব ঢাকার বেশ কয়েকটি কলেজ একত্রিত হয়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা গতকাল রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছিলাম এ ঘটনার সুষ্ঠু একটা সমাধান করার জন্য। কিন্তু আমাদের দেওয়া সময়ের ভেতর তেমন কোনো পদক্ষেপ নেয়নি তারা। তাই আমরা আজ একত্রিত হয়েছি।
সোহরাওয়ার্দী কলেজের আরেক শিক্ষার্থী ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুনেছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা একত্রিত হচ্ছে। আমরা এখন সেখানে যাব। আমাদের সঙ্গে রায়সাহেব বাজারে সাত কলেজের অন্য শিক্ষার্থীরা যুক্ত হবে।’
এদিকে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার জন্য বারবার মাইকিং করছিলেন। এ সময় তিনি বলেন, ‘তোমরা শান্ত হও, তোমাদের সঙ্গে আমরা আছি। গতকালকের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল, আজও এখানে অনুপ্রবেশকারী আছে বলে মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমিটি আসবে, সোহরাওয়ার্দী কলেজকে বলতে চাই গত কালকের ঘটনায় সুষ্ঠু বিচার হবে।’