সাভার (ঢাকা) প্রতিনিধি
শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাসসহ কয়েকটি দাবিতে ঢাকার সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ হয়েছে। এতে অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ রোববার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জিএবিসহ (গিল্ডান) আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ ছাড়া আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম, শারমীন, নাসা গ্রুপের বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। পরে শিল্পাঞ্চল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক জিএবি কারখানার এক শ্রমিক বলেন, ‘কারখানায় ওভার টাইম–হাজিরা বোনাস নেই, যখন–তখন শ্রমিক ছাঁটাই করা হয়। গত বৃহস্পতিবার এসব দাবি জানানোর পর আজকে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।’
অপর দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স আউটার ওয়্যার কারখানার সামনে চাকরির দাবিতে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশী শ্রমিকেরা।
ধামরাই একমি কনজ্যুমারসের শ্রমিকেরা তাঁদের অ্যাগ্রোভেট ও কনজ্যুমার ফার্মার সঙ্গে অন্তর্ভুক্ত করা, ফার্মার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সব সুযোগ-সুবিধা প্রদানসহ ১৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে।