Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বর্জ্য ব্যবস্থাপনায় রোডম্যাপ জরুরি: সাবের হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্জ্য ব্যবস্থাপনায় রোডম্যাপ জরুরি: সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, ঢাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। এখন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দেশে কোনো আইন নেই। বর্জ্য সমস্যার সমাধান করা না গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি থেকেই যাবে। এ জন্য বর্জ্য সমস্যা সমাধানে রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন তিনি।

আজ মঙ্গলবার ইউএসএইড ও এফসিডিও-এর অর্থায়নে ঢাকা কলিং প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের মতবিনিময় অনুষ্ঠানে সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।

‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আইনি সীমাবদ্ধতা ও সুপারিশ’ শীর্ষক এই আলোচনায় সংসদীয় কমিটির আরও দুই সদস্য সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও বগুড়া-৭-এর সংসদ সদস্য মো.  রেজাউল করিম বাবলু, কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের (কাপ) নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় সাবের হোসেন চৌধুরী আরও বলেন, সংবিধানের ১৮ নম্বর ধারায় জনস্বার্থের উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। সেই হিসেবে মানুষের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া সাংবিধানিক দায়িত্ব। কিন্তু গেল ৫০ বছরেও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারেনি দেশ। এ নিয়ে সিটি করপোরেশন, রাজউকসহ সংশ্লিষ্টদের একসঙ্গে বসার তাগিদ দেন তিনি।

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট ক্লাবে আয়োজিত এই সভায় পরিবেশবিদ, এনজিও প্রতিনিধি ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বস্তিবাসী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ল্যাসিক মেশিন অকেজো, চিকিৎসাবঞ্চিত রোগীরা

দেশে কিডনি রোগী পৌনে ৪ কোটি

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

নতুন ১৮ ওয়ার্ড থেকে নামমাত্র রাজস্ব আসছে: ডিএনসিসি প্রশাসক

ধর্ষণবিরোধী মশাল মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণমিছিলের ডাক