জবি সংবাদদাতা
রাজধানীর পুরান ঢাকা এলাকায় মিছিল করেছেন বিক্ষোভকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে এই বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। এ সময় সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন তাঁরা।
আজ রোববার বেলা ১১টার দিকে সদরঘাটের ইসলামপুর এলাকা থেকে সহস্রাধিক সাধারণ জনতা, ইসলামপুরে ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা এই বিক্ষোভ মিছিল বের করেন।
পরে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে শাঁখারীবাজার মোড় হয়ে তাঁতীবাজার এলাকার দিকে যায়।
এ সময় বিক্ষুব্ধ জনতার মিছিলটি কোর্ট এলাকা অতিক্রম করার সময় সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়।