হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় বিদ্যুতায়িত হয়ে রিকশাচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরা ডগাইর এলাকায় একটি গ্যারেজে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম এরশাদ (২৭)। 

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডগাইর বাজার মাজার রোডে মাহবুবের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। 

তাঁকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. রুবেল বলেন, ডগাইর বাজার মাজার রোডে মাহবুবের গ্যারেজের রিকশা চালান তাঁরা। সন্ধ্যায় কাজ শেষে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেন এরশাদ। তখন রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় সেখান থেকে বিদ্যুতায়িত হন। তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মো. রুবেল বলেন, গত সোমবার রাতভর বৃষ্টির কারণে রিকশার গ্যারেজটিতে পানি জমে ছিল। পানির ওপরে রিকশাটি রেখে ব্যাটারি চার্জ করছিল এরশাদ। 

মৃত এরশাদের স্ত্রী হালিমা আক্তার বলেন, তাঁদের বাড়ি শেরপুর সদর উপজেলায়। পরিবার নিয়ে ডগাইর মাজার রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন। ভাড়ায় রিকশা চালাতেন এরশাদ। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ডেমরা থেকে ওই রিকশাচালককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানিয়েছেন রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন