হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামের একটি লেবু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

সালাম ওই এলাকার মৃত আমির আলীর ছেলে এবং স্থানীয় হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়ী আব্দুস সালাম বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু তিনি আর বাড়ি ফিরেননি।

পরে আজ বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি লেবু বাগানে তাঁর লাশ পাওয়া যায়। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সালামের স্ত্রী বাছাতন বেগম জানান, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। কী কারণে তাঁকে এভাবে মরতে হইলো। আমি এর সঠিক তদন্ত চাই। এ ঘটনার বিচার চাই।’

ওসি জাকির হোসেন বলেন, ‘এ নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য