হোম > সারা দেশ > টাঙ্গাইল

আ.লীগ যে দোষে সর্বহারা, বিএনপিও একই দোষ করছে: কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুরে দলের বর্ধিত সভায় কাদের সিদ্দিকী বীর উত্তম। ছবি: আজকের পত্রিকা

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষই করছে।’

আজ শনিবার টাঙ্গাইলের সখীপুরে তাঁর বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াতেরা কিন্তু বেবি-ট্যাক্সি (অটোরিকশা) স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চান্দা (চাঁদা) নেয় নাই। বিএনপি কিন্তু এমন করছে।

আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকেই চাঁদা নেয়। হয়তো চাঁদার রেট আরও বাড়িয়ে দিয়েছে। যেখানে যেভাবে ভাগ নেওয়া যায়, সব নেয়। এটা কিন্তু জামায়াত নেয় নাই।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আমার গামছা মার্কার দল সখীপুরের দল, টাঙ্গাইলের দল। আজ বর্ধিত সভায় এতগুলো মানুষের উপস্থিতি! মুক্তিযুদ্ধের সময় আমার সঙ্গে মাত্র কয়েকজন মানুষ ছিল, মানুষের মতো মানুষ একটা-দুইটা-তিনটা-চারটা-পাঁচটা থাকলেই হলো।’

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সাবেক পৌর মেয়র ও উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, সহসভাপতি সানোয়ার হোসেন মাস্টার, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন, তুহিন সিদ্দিকী, বাদল মিয়া, আঁখি আতোয়ার, খলিলুর রহমান প্রমুখ।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়