Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পরীমণি পিয়াসাদের মামলার তদন্ত শেষ পর্যায়ে: সিআইডি প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরীমণি পিয়াসাদের মামলার তদন্ত শেষ পর্যায়ে: সিআইডি প্রধান

আলোচিত চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসা, মরিয়ম মৌ রাজ এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রায় শেষ করেছে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানিয়েছেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান। 

মাহবুবুর রহমান বলেন, 'সম্প্রতি র‍্যাব পুলিশের করা বেশ কয়েকটি অভিযানে গ্রেপ্তার মডেল নায়িকা বিরুদ্ধে করা ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি। মামলাগুলো আমরা গুছিয়ে এনেছি। আমরা খুব বেশি সময় নিবো না। আসামিদের জিজ্ঞাসাবাদ প্রায়ও শেষ। কয়েকজন সাক্ষীদের সঙ্গে কথা বলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে অভিযোগ পত্র জমা দিয়ে দেব। 

এর আগে আওয়ামী লীগের পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে ২৯ জুলাই তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় দুটি ও পল্লবী থানায় একটি মামলা হয়। পরদিন গোয়েন্দা পুলিশ ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ নামে কথিত দুই মডেলকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর এবং গুলশান থানায় মাদকের মামলা হয়। সর্বশেষ র‍্যাব পরীমণি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা ছাড়াও রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা হয়। তিন সংস্থার হাত ঘুরে মামলা গুলোর তদন্ত করছে সিআইডি। 

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি