হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে ঝোপ থেকে মরদেহ উদ্ধার 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে তালতলা-ঝিলপাড় এলাকার ঝোপঝাড় থেকে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে খিলগাঁও আফতাবনগর তালতলা দাসেরকান্দি ঝিলপাড়ের ঝোপঝাড় থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল হাসান বলেন, খবর পেয়ে দুপুরে দাসেরকান্দি এলাকার ঝোপঝাড়ের ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

তিনি আরও জানান, ওই ব্যক্তির সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে মরদেহ ঝোপঝাড়ের মধ্যে ফেলে রেখে গেছে। তবে প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইমসিনের আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেন। ওই ব্যক্তির নাম নুর ইসলাম (৫০) ঢাকা জেলার কেরানীগঞ্জ আটি রায়েরচড় গ্রামের আব্দুল করিমের ছেলে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য