গোপালগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের যে যাত্রা, এটি অদম্য এবং অপ্রতিরোধ্য যাত্রা। উন্নয়নের পূর্ব শর্ত হলো আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থিতিশীলতা। আজকে এই আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতা রক্ষার জন্য পুলিশ ও র্যাব রয়েছে।
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ এ কথা বলেন।
র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের প্রসঙ্গে নবনিযুক্ত মহাপরিচালক বলেন, ‘একটি ফোর্স কখনো কারও দায় নেবে না। কেউ যদি কোনো ভুলত্রুটি করে থাকে, তাহলে র্যাব এর দায়ভার নেবে না। কোনো ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই।’
পরে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মাহামুদ, র্যাব-৬–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরিফিন, র্যাব-১০–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন, ভাটিয়াপাড়া র্যাব-৬–এর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, ভাটিয়াপাড়া র্যাব-৬–এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. খায়রুল আলমসহ র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।