Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যা বেড়েছে: মহিলা পরিষদ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যা বেড়েছে: মহিলা পরিষদ 

নারায়ণগঞ্জে গত এক বছরে ৯৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। হত্যার শিকার হয়েছেন ৩৯ জন। ২০২২ সালের তুলনায় সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা মহিলা পরিষদের নেতারা।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়াস্থ মহিলা পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য প্রকাশ করা হয়। এদিন আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক বছরের প্রতিবেদন প্রকাশ করে জেলা মহিলা পরিষদ।

সংবাদ সম্মেলনে সংস্থাটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিনা পারভীন বলেন, ২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৩ সালে নারায়ণগঞ্জ জেলায় নারী ও শিশু ধর্ষণের ঘটনা ৯৭টি, হত্যা ৩৯টি, আত্মহত্যা ও আত্মহত্যার প্ররোচনা ৩৭টি, অপহরণ ২১টি, যৌন হয়রানি ৩২টি, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ৪০টি, যৌতুকের জন্য নির্যাতন ২৭টি, শ্লীলতাহানি ১৭টি, বলাৎকার ১১টি, সাইবার ক্রাইম ১২টি এবং উত্ত্যক্তের ৫১টি ঘটনা ঘটেছে।

অন্যদিকে ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে ৯১টি, হত্যা ৩৮টি,  উত্ত্যক্তের ঘটনা ৩৬টি, অপহরণ ৫টি, শারীরিক ও মানসিক নির্যাতন ৮৭টি, বাল্যবিবাহ ১০টি, আত্মহত্যা ১৭টি, সাইবার ক্রাইম ১৭টির ঘটনা ঘটেছে।

তথ্য অনুযায়ী বৃদ্ধি পেয়েছে হত্যা ও ধর্ষণের ঘটনা। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারী নেতারা। হাসিনা পারভীন বলেন, ‘আমরা এই তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে বাছাই করে নির্ধারণ করেছি। কিন্তু প্রকৃত চিত্রে এই সংখ্যা আরও বেশি। সামাজিক লজ্জা ও প্রভাবশালীদের কারণে অনেক ঘটনাই ধামাচাপা পড়ে যায়। নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনজুমান আরা আকসির, লিগ্যাল এইড সম্পাদক শাহানারা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা রীনা প্রমুখ।

জুলাই-আগস্টের ২ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ডিএমপির সাঁড়াশি অভিযানে ঢাকায় একদিনে গ্রেপ্তার ২৪৮

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, নিহত ২

টাঙ্গাইলে শিক্ষাসফরের ৪ বাসে ডাকাতি

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের চাকরিচ্যুতদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে তুলে নিয়ে গেল পুলিশ

স্থানীয় নির্বাচন আগে করতে চাওয়া দুরভিসন্ধিমূলক: মির্জা আব্বাস

শতভাগ উৎসব ভাতার ঘোষণা না দিলে যমুনার সামনে ঈদের নামাজ পড়ার হুমকি শিক্ষকদের

গাজীপুরে রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার