গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নূর মোহাম্মদ (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম।
নূর মোহাম্মদ (৫৭) কুষ্টিয়া মিরপুরের খয়েরচড়া চিথলিয়া এলাকার শামসুদ্দিন মণ্ডলের ছেলে ও দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক ছিলেন।
উপরিদর্শক মাজেদুল ইসলাম বলেন, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার নলছাটা এলাকার নলছাটা ব্রিজের পশ্চিম পাশে একটি ট্রাক এবং কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নূর মোহাম্মদ নিহত হন। পরে নিহতের লাশ স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়।