Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর

সাভার (ঢাকা) প্রতিনিধি 

আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর
পুলিশের গাড়িতে হামলা। ছবি: ভিডিও থেকে

ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ভাসমান দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

এ সময় দুর্বৃত্তরা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও ভেকু ভাঙচুর করে। তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।

রোববার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের একটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। সেই ভিডিওতে দেখা যায়, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনসহ বেশ কিছু পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। হাইওয়ে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। শতাধিক জনতা পুলিশের গাড়ির পেছনে হট্টগোল শুরু করে। তারা হইহই করতে থাকে। তখন পুলিশের গাড়ি থেকে দুই যুবককে লাফ দিয়ে নেমে পড়তে দেখা যায়। কয়েকজনকে দেখা যায় হাত নেড়ে, চিৎকার করে পুলিশের ওপর হামলা করার জন্য আহ্বান জানানোর দৃশ্য। চিৎকার-চেঁচামেচিতে পুলিশের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে শ্রীপুরের দিকে এগোয়। পরে পেছন থেকে ইটপাটকেল ছুড়তে থাকে উত্তেজিতরা। অভিযানে অংশ নেওয়া ভেকুও দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। সেখানেও হামলা চালানো হয়।

পুলিশের গাড়ি ভাঙচুর। ছবি: ভিডিও থেকে
পুলিশের গাড়ি ভাঙচুর। ছবি: ভিডিও থেকে

পুলিশের মিতসুবিশি স্পোর্টেরো এল২০০ মডেলের (ঢাকা মেট্রো-ঠ ১৪-৩৪৩৫) গাড়ি ভাঙচুরের শিকার হয়। এ ছাড়া একটি মাইক্রোবাস, একটি ট্রাক, একটি পিকআপসহ বেশ কিছু যানবাহন সে সময় অভিযানের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। সেগুলোও ধাওয়া খেয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুরো ঘটনায় কেউ আহত হয়েছেন—এমন তথ্যও মেলেনি।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ঈদে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সাভারে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে আজ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা অংশ নেন। হেমায়েতপুর থেকে ইপিজেড পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ কার্যক্রম সফল হয়।

তবে বিকেলে বলিভদ্র বাজার এলাকায় ফুটপাত উচ্ছেদের সময় কিছু দুর্বৃত্ত বাধা দেয় এবং অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় জড়িতদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ।

ঈদযাত্রা: সড়কে ভোগান্তি বাড়াচ্ছে উল্টো পথের অটোরিকশা

ঈদে শোভাযাত্রা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

শরীয়তপুরে দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, তিন পুলিশসহ ৪ জনকে গণপিটুনি

‘ছেলেকে পিটিয়ে মেরেছে আফসোস নেই, একটাই কষ্ট নাতি জেলে যাচ্ছে’

মির্জাপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

টঙ্গীতে তুলার গুদামে আগুন

রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিড়, ভালো-মন্দ অনুভূতিতে যাত্রীরা

ঈদযাত্রায় সড়কের ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছে মানুষ

রাজবাড়ীতে ট্রাকচাপায় কিশোর নিহত

গাজীপুরের মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ