হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ছাঁটাই করা শ্রমিকদের নাম ব্ল্যাক লিস্টে, কর্মকর্তাদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

গাজীপুর প্রতিনিধি

ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় ছাঁটাই করা শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানার ছাঁটাই করা শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন।

আহতদের কারখানার ভেতর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরই কারখানাটি আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. রাজিব হোসেন।

কারখানা সূত্র জানায়, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ জন শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত (টার্মিনেশন) করা হয়। বরখাস্তকৃত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয়।

পাল্টাপাল্টি ধাওয়ার পর এলাকায় শিল্প পুলিশ অবস্থান করছে। ছবি: আজকের পত্রিকা

কিন্তু শ্রমিকদের অভিযোগ, তাদের নাম বিজিএমইএ ব্ল্যাকলিস্টে রাখা হয়েছে। ফলে তাদের অন্য কোনো কারখানায় চাকরি হচ্ছে না। এ কারণে বিজিএমইএ থেকে ব্ল্যাকলিস্ট অপসারণের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকেরা রোববার দুপুরে কারখানার মূল ফটকে এসে কর্মরত শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। এরপরই ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু।

এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট।

পাল্টাপাল্টি ধাওয়ায় দুজন শ্রমিক মারা গেছে, এমন গুজব ছড়িয়ে পড়লে বিকেল পৌনে ৪টার দিকে ছাঁটাইকৃত শ্রমিকেরা মূল ফটকে এসে আবার হামলা চালায়। পরে কারখানার ভেতর থেকে কর্মকর্তারা এসে পাল্টা ধাওয়া দিলে শ্রমিকেরা পিছু হটে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. রাজিব হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় ইসলাম গার্মেন্টসের কিছু শ্রমিক ছাঁটাই করা হয়। পরে তাদের নাম ব্ল্যাক লিস্টে দেওয়ার প্রতিবাদে ও লিস্ট থেকে নাম কাটার দাবিতে আন্দোলন করার সময় শ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের ধাওয়া পাল্টা হয়।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে আমাদের শিল্প পুলিশ অবস্থান করছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭