Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সুপার ও গাউছিয়া মার্কেটও ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিসের ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সুপার ও গাউছিয়া মার্কেটও ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিসের ডিজি

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর আরো দুটি বড় মার্কেটকে অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। জরুরি ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবার দুই মার্কেটে জরিপ চালানো হবে। 

আজ বুধবার দুপুর ১টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের হালনাগাদ পরিস্থিতি জানাতে অধিদপ্তরের প্রধান ফটকে সাংবাদিকদের সামনে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ কথা বলেন।

তিনি বলেন, ‘রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটকেও ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস৷ আগামীকাল এ দুটি মার্কেট সার্ভে করা হবে।’

বঙ্গবাজারের এনেক্সকো ভবনসহ আশপাশের মার্কেটগুলোতে ছড়িয়ে পড়া আগুন এখনো পুরোপুরি নেভেনি; ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে। 

অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান বলেন, এনেস্কো ভবনের ৫ ও ৬ তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে আমাদের সদস্যরা কাজ করছেন। 

সব মিলে আজ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে তিনি জানান।

রাজধানীর অন্যতম বড় খুচরা ও পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও বিমান ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান বঙ্গবাজার দোকান মালিক সমিতির পরিচালক মো. শাহাবুদ্দিন। 

তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীনের দাবি, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ।’

আরও খবর পড়ুন:

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা