হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকার ব্যবসায়ী কেরানীগঞ্জ গিয়ে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সজল ঢালি (৪৫) নামে পুরান ঢাকার এক কাপড় ব্যবসায়ী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত বুধবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন বাড়ির কাজ শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ। তার মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্বজনরা। 

এ ঘটনায় গত বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সজল ঢালির শ্বশুর মো. অহিদুল। 

জিডিতে তিনি উল্লেখ করেন, গত বুধবার রাত আনুমানিক ১১টায় কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ সি-ব্লকের নির্মাণাধীন বাড়ির কাজ শেষে রাজধানীর শ্যামপুরের আরসিন গেটের বর্তমান বাসায় ফেরার পথে রওনা হয়। এরপর আর বাসায় ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। 

নিখোঁজ সজল ঢালির স্ত্রী তানিয়া আক্তার বলেন, তাঁর স্বামী পুরান ঢাকার সদরঘাটে কাপড় ব্যবসায়ী। সজলের সঙ্গে কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল না। এমনকি পারিবারিক কোনো কলহ নেই। বুধবার দুপুরে প্রতিদিনের মতো বাসা থেকে বেরিয়ে সদরঘাটে অফিসে যান। সেখান থেকে কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে নির্মাণাধীন বাড়ির কাজের অগ্রগতি দেখতে যান। রাতে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। ওই দিনের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। 

তিনি আরও বলেন, দিন যতই যাচ্ছে স্বজনদের মধ্যে উৎকণ্ঠা তত বাড়ছে। দুই মেয়ে শুধু বাবাকে খুঁজছে। তারা বারবার আকুতি জানিয়ে বলেন, আমার বাবাকে ফিরিয়ে দাও। ঘটনার পর র‍্যাব-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজলের খোঁজে তদন্তের নেমেছে। এখনো তার সন্ধান পায়নি তারা। 

এ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর-রশিদ বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে সর্বশেষ অবস্থান দেখতে পেয়েছি তিনি কেরানীগঞ্জ থেকে ঢাকায় উদ্দেশ্যে গিয়েছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।’  

নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানান।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য