Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রেলকে লাভজনক প্রতিষ্ঠান করাই হবে আমার কাজ: রেলপথ মন্ত্রী 

রাজবাড়ী ও পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

রেলকে লাভজনক প্রতিষ্ঠান করাই হবে আমার কাজ: রেলপথ মন্ত্রী 

রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার কাজ।’ 

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর আজ বৃহস্পতিবার নিজ জেলা রাজবাড়ীতে প্রথম আগমন উপলক্ষে তাঁকে দেওয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। 

মো. জিল্লুল হাকিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য, প্রত্যেক জেলাতেই রেলপথ চালু করা। আপনারা দেখেছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা থেকে একটা লাইন যশোর হয়ে খুলনা পর্যন্ত যাবে। মাগুরা পর্যন্ত নতুন একটা লাইন চালু হচ্ছে। বরিশাল পর্যন্ত আমাদের রেললাইন করার পরিকল্পনা রয়েছে। পদ্মার ওপারে ঢালার চর দিয়ে লাইন স্থাপন হচ্ছে।’ 

তিনি বলেন, ‘রেলের শহর আমাদের রাজবাড়ী। বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের লোকশেড বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দিন দিন শুধু পিছিয়ে যাচ্ছিলাম। রাজবাড়ীসহ সারা দেশে রেলের অনেক জমি অবৈধভাবে দখল করা হয়েছিল। এখনো রেলের অনেক জমি অবৈধভাবে দখলে রয়েছে। সেসব জমি পুনরুদ্ধার করে রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।’ 

এদিন রেলমন্ত্রীকে রাজবাড়ী সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখান থেকে তিনি জেলা আওয়ামী লীগের সংবর্ধনায় যোগ দেন। পরে মন্ত্রী কালুখালী উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা অংশগ্রহণ করেন।

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১