গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গজারিয়া ইউনিয়নের কাজীপুরা গ্রামসংলগ্ন মেঘনা নদীতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয় কাজীপুরা গ্রামের হাঁসের ফার্মের ব্যবসায়ী আব্দুর রহমান শেখের স্ত্রী রাবেয়া বসরী বলেন, ‘প্রতিদিনের মতো আজও ফার্মে কাজে এসে দেখি নদীর তীরে এক ব্যক্তির লাশ ভাসছে, পরে পুলিশকে খবর দিই।’
গজারিয়া নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হবে। পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’