হোম > সারা দেশ > ঢাকা

ময়মনসিংহ-১১: ওয়াহেদের পাপুয়া নিউগিনির নাগরিকত্বের বিষয়ে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১-এর নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

নির্বাচন কমিশনকে তদন্ত করে আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আবেদনকারীর আইনজীবী তানজীব উল আলম বলেন, এম এ ওয়াহেদের বিরুদ্ধে অভিযোগ—তিনি পাপুয়া নিউগিনির নাগরিক। নাগরিকত্ব আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু দেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে বাংলাদেশের নাগরিকত্ব সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়। 

ওই নির্দিষ্ট দেশের তালিকায় পাপুয়া নিউগিনির নাম নেই। তাই পাপুয়া নিউগিনির নাগরিকত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশের নাগরিক নন। এখন তাঁকে পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, পাপুয়া নিউগিনির নাগরিকত্বের বিষয়টি প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী তাঁর নির্বাচন করারই কোনো যোগ্যতা ছিল না। হাইকোর্ট বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল