Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ময়মনসিংহ-১১: ওয়াহেদের পাপুয়া নিউগিনির নাগরিকত্বের বিষয়ে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহ-১১: ওয়াহেদের পাপুয়া নিউগিনির নাগরিকত্বের বিষয়ে তদন্তের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১-এর নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

নির্বাচন কমিশনকে তদন্ত করে আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আবেদনকারীর আইনজীবী তানজীব উল আলম বলেন, এম এ ওয়াহেদের বিরুদ্ধে অভিযোগ—তিনি পাপুয়া নিউগিনির নাগরিক। নাগরিকত্ব আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু দেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে বাংলাদেশের নাগরিকত্ব সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়। 

ওই নির্দিষ্ট দেশের তালিকায় পাপুয়া নিউগিনির নাম নেই। তাই পাপুয়া নিউগিনির নাগরিকত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশের নাগরিক নন। এখন তাঁকে পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, পাপুয়া নিউগিনির নাগরিকত্বের বিষয়টি প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী তাঁর নির্বাচন করারই কোনো যোগ্যতা ছিল না। হাইকোর্ট বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।

কেউ করছেন বাজার যাচাই কারও কেনাকাটা প্রায় শেষ

অস্বস্তি আর ভয়ের ছায়া উন্মুক্ত স্থানগুলোতে

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গণপিটুনি

যৌন হেনস্তার শিকার শিক্ষার্থীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন