Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে উঠে ঈদ আনন্দ বেড়েছে মোটরসাইকেলচালকদের

রিয়াদ হোসাইন, মুন্সিগঞ্জ

পদ্মা সেতুতে উঠে ঈদ আনন্দ বেড়েছে মোটরসাইকেলচালকদের

দীর্ঘ প্রায় ১০ মাস পর মোটরসাইকেল আরোহীদের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে মোটরসাইকেল চলাচল শুরু হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পদ্মা সেতুর টোল প্লাজায় ভিড় জমান মোটরসাইকেল আরোহীরা। 

সকাল সাড়ে সাতটায় পদ্মা উত্তর থানা এলাকায় দেখা যায়, মোটরসাইকেলের দীর্ঘ সারি। একটু একটু করে মোটরসাইকেলগুলো মাওয়া টোল প্লাজা দিকে এগোচ্ছিল। মোটরসাইকেল আরোহীদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিচ্ছিলেন পুলিশ বাহিনীর সদস্যরা। এ সময় অনেক যাত্রীকে পুলিশকে হাসিমুখে সালাম দিতে দেখা যায়। আবার পুলিশও তাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছিলেন। 

আজ ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে টোল আদায় করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সুযোগ করা হয় মোটরসাইকেল আরোহীদের। তবে এর আগেই সাহ্‌রি খাওয়ার পর থেকে মাওয়া টোল প্লাজা এলাকায় জড়ো হতে থাকেন মোটরসাইকেল আরোহীরা। ভোরের আলো ফোটার আগেই পদ্মা সেতুর উত্তর থানা থেকে টোল প্লাজা পর্যন্ত মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ সারি লেগে যায়। প্রথমে একটি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছিল। মোটরসাইকেলের চাপ থাকায় পরবর্তীকালে দুটি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়।

ঢাকা থেকে স্ত্রী ও বাচ্চাকে মোটরসাইকেলে করে পদ্মা সেতু পার হচ্ছেন এক মোটরসাইকেলচালকঢাকার মোহাম্মদপুর থেকে স্ত্রী ও বাচ্চাকে মোটরসাইকেলে করে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এসেছেন মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তি। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ করতে বরিশালের গৌরনদী এলাকায় যাবেন তিনি। 

সোহেল বলেন, ‘ঈদের আগেই আমাদের ঈদের খুশি শুরু হয়ে গেছে। গতকাল সারা রাত ঘুমাইনি। কখন সকাল হবে, পদ্মা সেতুতে উঠে বাড়ি যাব। ভোরে মাওয়া এসেছি। টোল প্লাজায় এসেই অল্প সময়ের মধ্যে সেতুতে ওঠার সুযোগ পেয়েছি। এই প্রথম সড়কপথে কোনো ভোগান্তি ছাড়া বাড়ি যাচ্ছি। খুশি ভাষায় প্রকাশ করার মতো নয়।’ 

পদ্মা সেতুতে উঠে পেরে খুশিতে বিজয় চিহ্ন দেখাচ্ছেন মোটরসাইকেলচালকশুধু সোহেল নন, পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাতায়াত করা প্রত্যেকটি মোটরসাইকেল আরোহীর চোখ-মুখে এমন খুশির ছাপ দেখা যায়। পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সবার মধ্যে। 

রাজধানীর ডেলটা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী মো. শাকিল। তিনি খুলনা যাবেন। জানতে চাইলে শাকিল বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করব। ভোরে নামাজ শেষে ঢাকা থেকে রওনা হয়েছি। অল্প সময়ের মধ্যে মাওয়া চলে এসেছি। পদ্মা সেতুতে বাইক পারাপার শুরু না হলে অনেক ভোগান্তিতে পড়তে হতো। মানিকগঞ্জ দিয়ে ঘুরে খুলনায় যেতে হতো। পদ্মা সেতু দিয়ে এখন খুব সহজেই অল্প সময়ের মধ্যে গ্রামের বাড়িতে যাব। সেখানে ঈদ করব। এর চেয়ে বেশি খুশি মনে আর কিছুই হতে পারে না।’ 

টোল প্লাজার সামনে কথা হয় বরিশালের গৌরনদী এলাকার বাসিন্দা তামান্না আক্তারের সঙ্গে। স্বামীর সঙ্গে রাজধানীর মিরপুর থেকে এসেছেন তিনি। তামান্না বলেন, ‘মোটরসাইকেলে চড়ে এটিই প্রথম আমার বাড়ি যাওয়া। মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় আমরা খুব খুশি। আমরা চাই দু-একজনের ভুলে যেন আবারও পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে না যায়।’ 

পদ্মা উত্তর থানার পরিদর্শক তদন্ত মো. জয়নাল আবেদীন বলেন, ‘আজ ভোরের আলো ফোটার আগেই মোটরসাইকেল আরোহীরা সেতু এলাকায় আসতে থাকেন। এ সময় পদ্মা উত্তর থানা থেকে সেতুর টোল প্লাজা পর্যন্ত ২০০ মিটার এলাকায় মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল। মোটরসাইকেল আরোহীরা নিয়ম মেনে টোল পরিশোধ করেন। ভোরে চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে।’ 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী বলেন, ‘যানবাহন আসা মাত্রই টোল পরিশোধ করে সেতু পাড়ি দিতে পারছে। কোথাও কোনো চাপ নেই। সকাল নয়টা পর্যন্ত তিন হাজারের বেশি মোটরসাইকেল পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে। সকালের দিকে মোটরসাইকেলের অনেক চাপ ছিল। তখন দুটি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়। সকাল আটটার পর চাপ কমতে থাকে। তখন থেকে আবার একটি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। যদি আবারও চাপ বাড়ে সে ক্ষেত্রে দুটি দিয়ে আদায় করা হবে।’

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১