জিএসটি (জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় দুই দিন বৃদ্ধি করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক শামছুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ৫ মার্চ দুপুর থেকে ১৫ মার্চ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত ছিল। আজ বিকেলে সমন্বিত ভর্তি কমিটির (২০২৪-২৫) সভার সিদ্ধান্ত অনুযায়ী সময়সীমা আগামী ১৭ মার্চ ২০২৫, সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।