হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। আজ সোমবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন একাধিক মামলার আসামি বাস্তা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাস্তা ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি নূর মোহাম্মদ ও তাঁদের সহযোগী হানিফ। 

পুলিশ জানায়, রাতের আঁধারে এলাকাবাসীর জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা—জরুরি সেবা ৯৯৯ নম্বরে এমন কল পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের দুজন উপপরিদর্শক কনস্টেবলসহ রাজাবাড়ী ভাওয়ারভিটি এলাকায় গিয়ে ঘটনাস্থলে মাটি কাটায় বাধা দেন। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় জয়নাল নুরুসহ তাঁর কয়েকজন সহযোগী পুলিশের ওপর চড়াও হন। এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের এসআই সাইদুর রহমান, এসআই নির্মল সেন ও এক কনস্টেবল আহত হন।

পরে ওয়ারলেস মারফত ঘটনা থানাকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে জয়নাল, নূরু ও হানিফকে থানায় নিয়ে আসে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি