Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ 

ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। আজ সোমবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন একাধিক মামলার আসামি বাস্তা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাস্তা ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি নূর মোহাম্মদ ও তাঁদের সহযোগী হানিফ। 

পুলিশ জানায়, রাতের আঁধারে এলাকাবাসীর জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা—জরুরি সেবা ৯৯৯ নম্বরে এমন কল পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের দুজন উপপরিদর্শক কনস্টেবলসহ রাজাবাড়ী ভাওয়ারভিটি এলাকায় গিয়ে ঘটনাস্থলে মাটি কাটায় বাধা দেন। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় জয়নাল নুরুসহ তাঁর কয়েকজন সহযোগী পুলিশের ওপর চড়াও হন। এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের এসআই সাইদুর রহমান, এসআই নির্মল সেন ও এক কনস্টেবল আহত হন।

পরে ওয়ারলেস মারফত ঘটনা থানাকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে জয়নাল, নূরু ও হানিফকে থানায় নিয়ে আসে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানে একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির তল্লাশি

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত